Should Have এর ব্যবহার
Should have একটি Modal verb. সাধারণত কোন কিছু করা “উচিৎ ছিল” অর্থে Should have ব্যবহৃত হয়। Should have এর বিভিন্ন ব্যবহার নিচে আলোচনা করা হলো:
1. অতীতে কোনো কিছু করা উচিত ছিলো বুঝাতে Should have ব্যবহৃত হয়। এক্ষেত্রে Sub + should have+ Main verb টির Past participle form হয়।
Structure: Subject + Should have + Verb এর Past participle (V3) + Ext.
Example:
1. I should have done the work. – আমার কাজটি করা উচিত ছিল।
2. He should have come here. – তার এখানে আসা উচিত ছিল।
3. We should have helped him. আমাদের তাকে সাহায্য করা উচিত ছিল।
4. They should have informed us.- তাদের উচিত ছিলো আমাদেরকে জানানো৷
5. I should have paid more attention.- আমার আরো মনোযোগ দেওয়া উচিত ছিলো।
2. কারো কাছে কোনো কিছু থাকা চাই বুঝাতে Should have ব্যবহৃত হয়। এখানে Have হচ্ছে Main verb এবং Auxiliary verb হচ্ছে Should . এক্ষেত্রে সাধারণত Should have এরপর Noun/ (Adjective +Noun) বসে।
Example:
1. You should have a laptop (should have+ noun) তোমার একটি ল্যাপ্টপ থাকা উচিৎ।
2. He should have some money to buy this book. (should have+ adjective + noun) – বইটি কেনার জন্য তার কাছে কিছু টাকা থাকা লাগবে।
3. We all should have equal opportunities. – আমাদের সবার সমান সুবিধা থাকা উচিত।
4. You should have a bicycle to reach there. – সেখানে যাওয়ার জন্য তোমার একটা সাইকেল থাকা লাগবে।
5. A man should have a skill.- সবারই একটা না একটা দক্ষতা থাকা উচিত।
6. Constitutions should have some permanency. – সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদের মেয়াদকাল থাকা উচিত।
3. করতেই হবে এমন কিছু বুঝাতে Should have to ব্যবহার করা হয়। Should have to এর পর Verb টি Base form (V1) এ থাকবে।
Example:
1. You should have to go there. – তোমাকে সেখানে যেতেই হবে।
2. They should have to do something to solve this problem. – এই সমস্যাটি সমাধান করার জন্য তাদের কিছু একটা করতেই হবে।
3. You should have to practice more to win the match. – খেলাটি জেতার জন্য তোমাদের আরো অনুশীলন করতেই হবে।
4. They should have to pay for it.- এর জন্য অবশ্যই তাদের মূল্য দিতে হবে।
5. He should have to resign. তার পদত্যাগ করতেই হবে।
6. You should have to have this book. – তোমার কাছে বইটি থাকতেই হবে।
4. কিছু একটা হতে বা থাকতে পারতো এমনটি বুঝানোর ক্ষেত্রে Should have had ব্যবহার করা হয়।
Example:
1. He should have had a car. – তার একটি গাড়ি থাকতে পারতো।
2. I should have had more patience.- আমার আরও ধৈর্য ধরে থাকতে পারতাম।
3. I should have had my umbrella with me. – আমি আমার ছাতা সাথে নিতে পারতাম ।
5. হওয়া বা থাকা উচিত ছিলো এমনটা বুঝালে Should have been ব্যবহৃত হয়।
Example:
1. You should have been here with us.- তোমার আমাদের সাথে থাকা উচিত ছিল।
2. He is a doctor so he should have been in the hospital now. – তিনি একজন ডাক্তার সুতরাং এখন তার হাসপাতালে থাকা উচিত ছিলো।
3. He admits he should have been more careful.- সে মেনে নিয়েছে যে তার আরও সতর্ক হওয়া উচিত ছিল।
4. That should have been the end. – সেখানেই সমাপ্তিটা হওয়া উচিত ছিল।
5. Your story should have been better.- আপনার গল্পটি আরও ভালো হওয়া উচিত ছিলো।
6. Active voice এ Should have থাকলে Passive voice এ Should have been ব্যবহৃত হয়।
Subject + Should have been + V3 + Object
Example:
I. Active voice: They should have fulfilled all the dreams.- তাদের সব স্বপ্নগুলো পূরণ করা উচিত।
Passive voice: All the dreams should have been fulfilled by them..
II. Active voice: Her writing should be fixed.- তার লেখা সংশোধন করা উচিত।
Passive form: Her writing should have been fixed
7. কোনো কিছু করা উচিত হয়নি এমনকি বুঝাতে Shouldn’t have ব্যবহৃত হয়।
Example:
1. We should not have any evil thought.- আমাদের মন্দ চিন্তা রাখা উচিত নয়।
2. I should not have eaten so much. – আমার এত বেশি খাওয়া উচিত হয়নি।
3. You should not have bought that old car. – তোমার পুরান গাড়িটি কেনা উচিত হয়নি।
4. You should not have lied to me!- আমাকে মিথ্যা বলা তোমার উচিত হয়নি।
💻 শেখার সিঁড়ি’র লাইভ এডমিশন ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.shekharsiri.com
✍️ শেখার সিঁড়ি ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: support@shekharsiri.com