(i) ভেক্টরের যোগ (Addition of vectors) :
a ও b দুইটি ভেক্টর। b এর আদিবিন্দু a এর প্রান্তবিন্দু স্থাপন করলে, a এর আদিবিন্দু থেকে b এর প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখাংশ হলো ভেক্টর a ও b এর যোগফল একে a+b দ্বারা প্রকাশ করা হয়।
(ii) ভেক্টরের বিয়োগ (Subtraction of vectors):
a ও b দুইটি ভেক্টর। b এর আদিবিন্দু a এর প্রান্তবিন্দু স্থাপন করলে, b এর প্রান্তবিন্দু থেকে a এর প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখাংশ হলো ভেক্টর a ও b এর বিয়োগফল একে a-b দ্বারা প্রকাশ করা হয়।
(iii) ভেক্টরের স্কেলার গুণিতক (Sclar multiple of vectors):
কোনো ভেক্টর a কে একটি স্কেলার গুনিতক m দ্বারা গুন করলে গুনফল ma ও একটি ভেক্টর হয়।
ma ভেক্টরের বৈশিষ্ট্য :-
(i) ma এর মান =ma=ma ; অর্থাৎ ভেক্টরটির দৈর্ঘ্য হবে a ভেক্টরের মানের m গুন।
(ii) ma এর দিক a এর দিক একই হবে যদি m ধনাত্মক হয় ma এর দিক a এর দিকের বিপরীত দিক হবে যদি m ঋনাত্মক হয় ।
(iii) যদি m=0 হয় তবে ma=0 হবে ।
(iv) ma ভেক্টর এবং a ভেক্টরের ধনাত্মক রেখা একই বা সমান্তরাল হয়।
ত্রিমাত্রিক জগতে ভেক্টরের যোগফল ও স্কেলার গুনিতককে i , j , k এর মাধ্যমে প্রকাশ (Representation of vector addition and scalar multiple on terms of i , j , k in three dimensional space)
ধরি, a=a1i+a2j+a3k
b=b1i+b2j+b3k
a ও b এর লদ্ধি , a+b=a1+b1 i+a2+b2j+a3+b3 k
এবং a এর m গুণিতক , ma=ma1i+a2j+a3k
=ma1i+ma2j+ma3k
সমতলে ভেক্টরের অংশক (Components of vector in a plane)
মনে করি, a একটি ভেক্টর যার মূলবিন্দু (0,0) এবং শীর্ষবিন্দু P(ax,ay) তাহলে OP=a হবে অবস্থান ভেক্টর।
আমরা জানি, ভেক্টরের মানের সাথে ঐ ভেক্টরের দিকে একটি একক ভেক্টর রাশি হয়। X- অক্ষের দিকে একক ভেক্টর i দ্বারা ax কে গুণ করলে ON=ax i একটি ভেক্টর রাশি হবে যার মান হবে ax এবং দিক হবে X- অক্ষের দিকে।
অনুরূপভাবে NP=ay j একটি ভেক্টর যার মান হলো ay এবং দিক হলো Y- অক্ষের দিকে এখানে j Y- অক্ষের দিকে একটি একক ভেক্টর।
ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে পাই,
OP=ON+NP
বা, a=ax+ay
axi এবং ay j হলে a এর উপাংশ।
a ভেক্টরের মান a=ax2+ay2
ভেক্টরের কার্তেসীয় স্থানাঙ্কে প্রকাশ (Representaltion of vector in cartesian coordinates)
আয়তকার কার্তেসীয় স্থানাঙ্ক Y- ব্যবস্থায় X,Y,Z অক্ষ বরারর একক ভেক্টরকে i,j,k দ্বারা নির্দেশ করে।
চিত্রে P বিন্দুর স্থানাঙ্ক (x,y) হলে, OP=xi+yj একে OP=x y বা, OP=(x,y) দ্বারা ও প্রকাশ করা হয়।
অনুরূপভাবে, ত্রিমাত্রিক জগতে xi+yj+zkভেক্টরকে x y z বা, x,y,z দ্বারাও প্রকাশ করা যায়।
সরলরেখার ভেক্টর সমীকরণ (Vector equation of straight line)
(i) দেখাও যে, A(a) বিন্দুগামী এবং b ভেক্টরের এবং b ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ r=a+tb যেখানে t একটি প্যারামিটার এবং আরো দেখাও যে, একে r-a×b=0 আকারেও প্রকাশ করা যায়।
প্রমাণ :
মনে করি, মূলবিন্দু O এবং OA=a। ধরি , A(a) বিন্দুগামী এবং b ভেক্টরের সমান্তরাল
সরলরেখার উপর P যেকোনো বিন্দু যার অবস্থান ভেক্টর OP=r
যেহেতু AP এবং b সমান্তরাল, ∴AP=tb যেখানে t একটি প্যারামিটার
OA+AP=OP বা, a+tb=r বা, r=a+tb
আবার, AP এবং b ভেক্টর সমান্তরাল বলে AP×b=0 বা, r-a×b=0
(ii) A(a) বিন্দুগামী এবং B(b) ও C(c) বিন্দুদ্বয়ের সংযোগ সরলররেখার সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় কর।
⟹ P(r) যেকোনো বিন্দু হলে,
∴ AP=r-a ………(1)
আবার, BC=c-b ………(2)
যেহেতু AP এবং BC সমান্তরাল
∴ AP=t BC
বা, r-a=t(c-b)
বা, r=a+t(c-b)
সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে কার্তেসীয় সমীকরণ
a=a1i+a2j+a3k , b=b1i+b2j+b3k , r=xi+yj+zk হলে r=a+tb সমীকরণ থেকে পাওয়া যায়,
xi+yj+zk=a1i+a2j+a3k+b1i+b2j+b3k
বা, x-a1i+y-a2j+z-a3k=t(b1i+b2j+b3k)
উভয়পক্ষ থেকে i, j , k এর সহগ সমীকৃত করে পাই,
বা, x-a1i=tb1, y-a2=tb2z-a3= tb3
বা, x-a1b1=y-a2b2=z-a3b3=t
শেখার সিঁড়ি’র লাইভ এডমিশন ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.shekharsiri.com
✍️ শেখার সিঁড়ি ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: support@shekharsiri.com